২৭ জানুয়ারি, ২০২২ ২১:০৭

সুবর্ণচরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চরজব্বর ইউপি’র স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) এ্যাডভোকেট মো. ওমর ফারুকের কর্মী মোহাম্মদ শয়নকে মারধর করার অভিযোগ ওঠেছে নৌকা প্রতীকের প্রার্থী মো. তরিকুল ইসলামের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ওই কর্মীকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন।

বুধবার চরজব্বার ইউপি’র জাহাজমারা ছেউয়াখালী বাজারে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আমি শুনেছি। তবে, কেউ লিখিতভাবে কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে এ বিষয়ে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেয়া হবে।

সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) এ্যাডভোকেট ওমর ফারুক আমাকে ফোনে আগের একটি ঘটনা জানিয়েছে তবে মারধরের বিষয়ে কিছুই জানায়নি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর