২৯ জানুয়ারি, ২০২২ ২০:০১

কুড়িগ্রামে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামে গত দুইদিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। জেলার রাজারাহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, শনিবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। অতিরিক্ত ঠাণ্ডায় ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। সকাল থেকে কুয়াশার সাথে মাঝারি শৈত্যপ্রবাহে যানবাহনে হেড লাইট জ্বালিয়েও চলতে দেখা যায়। মানুষের পাশাপাশি গবাদি পশুরাও পড়েছে শীতকষ্টে। অতিরিক্ত ঠান্ডার প্রকোপে দেখা দিয়েছে সর্দি কাশিসহ নানা ঠান্ডাজনিত রোগ। সদ্য বেড়ে ওঠা আলু ক্ষেতে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। 

রাজারাহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৪ ডিগ্রি আবার শনিবারও সর্বনিম্ন কুড়িগ্রামে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে, সরকারিভাবে জেলা প্রশাসন থেকে শীতার্তদের ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হলেও অনেকেই এখনও তা হাতে পাচ্ছে না বলে জানান।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর