ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দিনভর কর্মসূচি হাতে নিয়েছেন উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে ৭ই মার্চের ভাষণ প্রচার, বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৯টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর মুর্যালে পষ্পার্ঘ দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানার ওসি ইকবাল বাহার চৌধূরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষ হতেও শোভাযাত্রা, আলাচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল