ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হচ্ছে। সোমবার সকাল আটটার দিকে উপজেলা পরিষদে এ উপলক্ষে আনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচানা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মর্তা মো. জিয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল