ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন হাতে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
“আমরা ক’জন মুজিব সেনা” সংগঠনের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।
এদিকে, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পনসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করছে জেলা প্রশাসন। সকাল ৯ টার দিকে কালেক্টরিয়েট ভবন প্রাঙ্গনে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। পরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, কাউন্সিলর উত্তম দত্ত, সাবেক ছাত্রনেতা মাহবুব আলম বাবু, টিপু, আবু তালেব হালান, সোহাগ পাটওয়ারী, মোনায়েম হোসেন, শাকিল পাটওয়ারী, রিয়াজ পাটওয়ারী, খোকন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ