লক্ষ্মীপুরের রায়পুরে বাস চাপায় আবদুর রহিম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নাবিদা সুলতানা নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হন। সোমবার বেলা ১১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাসাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম রায়পুর উপজেলা চর মোহনা ইউনিয়নের আলী হায়দারের ছেলে। আহত ছাত্রী নাবিদা কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া। তিনি জানান, নিহতের বড় ভাইয়ের মেয়ে নাবিদাকে স্কুলে নেয়ার পথে রায়পুরের বাসাবাড়ী এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা শতাব্দী নামক দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই আবদুর রহিম নিহত হয়। এঘটনায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্রী গুরুতর আহতয় হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ