ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মাগুরায় শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগসহ প্রত্যেক অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
পুষ্পার্পণ শেষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অতিথিদের আলোচনা সভা ও নতুন প্রজন্মের শিশুদের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল