ভোলায় ‘উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ভোলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সেমিনারে শতাধিক ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সামাজের সদস্যরা অংশ নেয়।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন, ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা নুরই আলম সিদ্দিক, অধ্যক্ষ সাফিয়া খাতুন, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান নীরব মোল্লা এবং প্রধান শিক্ষক সালাউদ্দিন।
সেমিনারে বক্তারা বলেন, ‘সারা পৃথিবীতে সন্ত্রাস, উগ্রবাদ আর জঙ্গিবাদ দমনে বাংলাদেশ একটি রোল মডেল। সকলকে উগ্রবাদ বিষয়ে সচেতন হতে হবে। বিশেষ করে নবীন তরুণ শিক্ষার্থীদেরকে সচেতন হতে হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল