রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় দাঁ দিয়ে কুপিয়ে রিয়াজ নামে যুবকের হাত বিচ্ছিন্ন করার ঘটনায় মূলহোতা হুমায়ূন ও তার সহযোগী ফরহাদকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার ভোরে কুষ্টিয়া জেলা থেকে হুমায়ূন এবং ফরিদপুর থেকে ফরহাদকে গ্রেফতার করে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত হুমায়ূন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হাশেম শেখ এবং ফরহাদ একই ইউনিয়নের মো. সালেক শেখের ছেলে।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয় তথ্যের উপর ভিত্তি করে র্যাব জানতে পারে গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া শামসুল মাস্টার পাড়ার মো. রিয়াজ শেখ (২৫) নামের এক যুবকের হাত বিচ্ছিন্নপূর্বক তাকে হত্যার চেষ্টা করে আসামিরা। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর বিষয়টির প্রতি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব। এরই ধারাবাহিকতায় মূলহোতা হুমায়ূনকে কুষ্টিয়া এবং ফরহাদকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়। আসামিরা এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। আসামি হুমায়ন শেখ বিভিন্ন সময় অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সে নারী ও শিশু নির্যাতন মামলায় ১৪ দিন কারাভোগ করে জামিনে রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে রিয়াজের হাত বিচ্ছিন্ন করে হুমায়ূন ও তার এক সহযোগী। এ ঘটনায় রিয়াজের বাবা বাবু শেখ বাদী হয়ে রাজবাড়ী রেলওয়ে থানার একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর