নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, যুগ্ম সম্পাদক বশির হাওলাদার, ভোলা সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দীন জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্রতিরোধে সরকার ব্যর্থ উল্লেখ করে দ্রুত সরকারকে পদত্যাগের আহ্বান জানান। এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
বিডি প্রতিদিন/আবু জাফর