দীর্ঘ ৯ বছর পর পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম পুনরায় সভাপতি এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শেখ মিলনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘোষণা দেওয়া হয়।
পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে সম্মেলনের অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং কাউন্সিলরদের সমর্থনের ভিত্তিতে সমঝোতা সাপেক্ষে ওই দুইজনের নাম ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই