নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালন করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন।
এর আগে, সমাবেশস্থলে আশপাশ এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি।
সাধারণ সম্পাদক আব্দুর রৌফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, অমল ব্যানার্জী, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই