বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবছর উপলক্ষে বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্র নৃ-
গোষ্ঠীর সম্প্রদায়ভূক্ত শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে ১২০ টি কিট বক্স বিতরণ করা হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র জাতি সত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভূক্ত শিক্ষার্থীদের এবং অস্বচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তার দশটি চেক প্রদান, ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে কিট বক্স বিতরণ এবং অস্বচ্ছল হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা, শিক্ষা ও আর্থিক সাহায্যের জন্য ৫ লাখ ৯৭ হাজার টাকার ১০০ টি চেক প্রদান করা হয়।
সেই সঙ্গে ১২০ টিকিট বক্স বিতরণ করা হয়। যার মূল্যমান প্রায় ৬ লক্ষ টাকা।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান জেলা প্রশাসক বরগুনা। সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ ইব্রাহীম, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সামিয়া শারমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মনিরুজ্জামান মনির, সমাজ কল্যাণ পরিষদ এর সহ-সভাপতি ডা. মনিজা, বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন