ময়মনসিংহের ফুলপুরে আধুনিক প্রযুক্তিভিত্তিক পরিবেশবান্ধব কৃষি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী ওই প্রশিক্ষণ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র শিববাড়িতে উদ্বোধন করা হয়। এটি চলবে ১০ মার্চ বিকেল পর্যন্ত।
উপজেলা পরিষদের আয়োজনে ও জাইকার অর্থায়নে ফুলপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি বাস্তবায়ন করে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু ও উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর সুলতানা রাবেয়া।
বুধবার বেলা ১১টায় শিববাড়ি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, জাইকা প্রকল্প অবকাঠামো উন্নয়নসহ কৃষি বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষির আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকরা জানতে ও নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।
বিডি প্রতিদিন/এমআই