চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলায় ভটভটি চাপায় ইসরাত আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ইসরাত আলী হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের লাইনপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
বুধবার দুপুর দেড়টার দিকে চৌডালা-কানসাট সড়কের মাদ্রাসাপাড়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক চালক ও গাড়ি আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন