নারীর জয় সকলের জয়, বিশ্বের জয়। নারীর এই জয়যাত্রা যেন অব্যাহত থাকে। তার জয়ে যে বাধা সেটি দূর করে নারী আর পুরুষ একসঙ্গে এগিয়ে যাবে। সকল ক্ষেত্রে সমতা ও সাম্য নিশ্চিত হলে বিশ্ব আরো সুন্দর ও সমৃদ্ধ হবে। পৃথিবী এগিয়ে যাওয়ার সঙ্গে নারীর অগ্রগতি নিশ্চিত করা অপরিহার্য।
মঙ্গলবার রাতে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, সাবেক সংসদ সদস্য ও যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সরকারি সংগীত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় নারী জাগরণমূলক গান পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/এএ