তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে মাঠ পর্যায়ে দিনাজপুরে মৌ-পালন ও মধু উৎপাদন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এসব তরুণকে হাতেনাতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হয়ে স্ববলম্বী হওয়ার লক্ষ্যে এই প্রশিক্ষণ।
বুধবার দিনাজপুর শহরের লিচুখ্যাত মাসিমপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও আলোর পথে জাগো যুব সংগঠনের সহযোগিতায় ৭দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ ।
দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন চৌধুরী, চেয়ারম্যান মোস্তফা কামাল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, আলোর পথে জাগো যুব’র সভাপতি মোসাদ্দেক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ৩৫০ টির অধিক মৌখামারে এক হাজার টনের বেশি মধু উৎপাদন হয় দিনাজপুর জেলায়। স্থানীয় তরুণদের উদ্বুদ্ধ করা গেলে বাগানের সংখ্যার বিপরীতে লক্ষ টনের বেশি মধু উৎপাদন করা সম্ভব বলে জানালেন স্থানীয় মৌচাষী ও আলোর পথে জাগো যুব’র সভাপতি মোসাদ্দেক হোসেন।
বিডি প্রতিদিন/এএ