নাটোরের লালপুরে আত্মীয়ের বাড়িতে গিয়ে নদীর পানিতে ডুবে নিহত দুই সহোদরের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে।
দুই সহোদর রাজু (১৬) ও মাজেদুল (৯) উপজেলার মাঝগ্রামের বাবুর ছেলে।
সূত্র জানায়, দুই ভাই উল্লাপাড়ায় এক আত্মীয়ের বাড়ি বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে দুপুরে এলাকার ফুলজোড় নদীতে গোসল করতে নামেন তারা।
স্থানীয়রা জানান, বড় ভাই রাজুকে ডুবে যেতে দেখে ছোট ভাই মাজেদুল তাকে উদ্ধারে নামে। এ সময় দুইজনই পানিতে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে মধ্যরাতে তাদের লাশ উদ্ধার করেন।
বুধবার ভোরে দুই ভাইয়ের লাশ লালপুর উপজেলার মাঝগ্রামে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/কবিরুল