নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির পক্ষ থেকে নড়াইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান জেলা বিএনপির দেয়া স্বারকলিপিটি গ্রহণ করেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ১নং যুগ্ন সাধারন সম্পাদক মো. আলী হাসান, সদর থানা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. রহিম ফকির প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ