পটুয়াখালীর গলাচিপায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং উপজেলা ও জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর লুৎফুননেছা বেগম মেরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, জেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের কমিশনার মুর্শিদাহ রাইহান, জেলা সচিব মারুফা মনি ও উপজেলা গার্লস গাইড কমিশনার সালমা সুলতানা।
এছাড়াও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনসহ উপজেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই