নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় মিছিল সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদাল লালু, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, মোশররফ হোসেন চৌধুরী, এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, কেএম খায়রুল বাশার, মাফতুন আহম্মেদ রুবেল, মাজেদুর রহমান জুয়েল, মনিরুজ্জামান মনি, জাহাঙ্গীর আলম, সরকার মুকুল, নাজমা আক্তার, আবু হাসান ও নুরে আলম সিদ্দিকী রিগ্যান।
সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যান নেতাকর্মীরা। পরে দলীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. জিয়াউল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই