জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলছে মুজিববর্ষ লোকজ মেলা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ও কারুশিল্প ফাইন্ডেশনের সহায়তায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ মার্চ এ মেলার উদ্ধোধন করেন। মুজিববর্ষ লোকজ মেলা এখন এ অঞ্চলের মানুষের আগ্রহের কেন্দ্র বিন্দুতে রয়েছে।
২১ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত ৬ দিন চলবে এই মেলা। লোকজ গ্রাম বাংলার পরিবেশ ফুটিয়ে তোলার উদ্দেশ্যে পুরো মেলার স্টলগুলো করা হয়েছে বাঁশ আর খড় দিয়ে। প্রায় একশত স্টল তৈরি করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা তাদের নিজ নিজ জেলার স্টলে হস্ত ও কুটির শিল্প এবং জেলার ঐতিহ্যবাহি বিভিন্ন ব্রান্ডিং পন্য স্থান পেয়েছে। যা মেলায় আশা দর্শনার্থী ও ক্রেতাদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। এছাড়া মেলায় প্রতিদিন দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের প্রতিটি জেলা হতে আগত শিল্পিরা গান, নাচ, পুতুল নাচ, যাত্রাপালাসহ তাদের অঞ্চলের সংস্কৃতি তুলে ধরছে।
লোকজ মেলা দেখতে আসা মিতু বালা বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় অনেক মেলা হয় সেসব মেলা দেখেছি কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকতে আয়োজিত লোকজ মেলায় যে আয়োজন করা হয়েছে তা সত্যি মুগ্ধকর। এ মেলার আয়োজন সত্যিই ভিন্ন। এ মেলায় যে পন্য স্থান পেয়েছে সাধারণত অন্য সব মেলায় দেখা যায় না। মেলা দেখে সতিই খুব ভালো লেগেছে।
বিডি প্রতিদিন/হিমেল