বাগেরহাটের মোরেলগঞ্জে একটি চায়ের দোকান থেকে পুলিশ ৫০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন ও দেড় হাজার টাকা উদ্ধার করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে মোরেলগঞ্জ সদরের মাছের বাজারের চা দোকানি রাজ্জাক শেখের দোকান থেকে গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে রাজ্জাক পালিয়ে যায়। সে কাঠালতলা গ্রামের হাচেন শেখের ছেলে।
এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর রায় বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে বিস্কুট ও সিগারেটের প্যাকেটের মধ্যে ৫০ গ্রাম গাঁজা, একটি মোবাইলফোন ও ১৪৮০ টাকা পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
চা দোকানি রাজ্জাক শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ৪টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএম