শরীরের প্রতিটি অঙ্গের মধ্যে চোখ হচ্ছে একজন মানুষের অমূল্যে সম্পদ। অবহেলা না করে প্রতিটি মানুষকে চোখের পরিচর্চা করা উচিত। যার চোখের আলো নাই তার কাছে এই সুন্দর পৃথিবী অন্ধকার। পল্লীশ্রী ইউনিয়ন পর্যায় অসহায় রোগীদের বিনামূল্যে দীর্ঘদিন ধরে যে চিকিৎসা সেবা দিয়ে আসছে তা সত্যিই প্রশংসনীয় পদক্ষেপ।
দিনাজপুরের বিরলের অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানী অপারেশন ক্যাম্প সমাপনীর অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এসব কথা বলেন।
মঙ্গলবার বেসরকারি সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে কর্ম সহায়ক (পিকেএসএফ) এর অর্থায়নে গাওসুল আযম বিএনএসপি আই হস্পিটাল এর সহযোগিতায় বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি ও রাজারামপুর ইউপির ৪০ জন অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানী অপারেশন ক্যাম্প শেষে গাওসুল আযম বিএনএসবি আই হস্পিটাল এর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠিত হয়।
পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক চৌধূরী মোসাদ্দেকুল ইজদানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জনাব আলী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সাদেক ও হাসপাতালের সিনিয়র আউটরিচ অর্গানাইজার মোঃ হামিদুল ইসলাম।
সার্বিক তত্তাধায়নে ছিলেন রাজারামপুর ইউনিয়নের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ রেজাউল করিম রেজা এবং ফরক্কাবাদ ইউনিয়নের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহফুজা নাজনীন।
বিডি প্রতিদিন/এএ