বগুড়ার শেরপুর উপজেলায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে শ্রী বিটল ভৌমিক (৪৫) নামে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সকাল বাজারস্থ তেঁতুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া বিটল ভৌমিক পৌরশহরের উত্তরসাহা পাড়া মহল্লার দেবেন সরকারের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
অভিযোগে জানা যায়, শহরের ঘোষপাড়াস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে টাউন বারোয়ারি হরিবাসর কমিটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। ঘটনার দিন রাতে ওই অনুষ্ঠানে যান ওই গৃহবধূ। একপর্যায়ে সকাল বাজার তেঁতুলতলা নামক স্থানে প্রসাদ গ্রহণ করছিলেন তিনি। কিন্তু বিটল ভৌমিক পেছন থেকে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দেন।
এসময় ওই গৃহবধূর চিৎকারে অনুষ্ঠানে উপস্থিত লোকজন এগিয়ে এলে বিটল ভৌমিক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করেন বিক্ষুব্ধ জনতা। এরপর তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।
শেরপুর টাউন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন জানান, যৌন নিপীড়নের শিকার ওই নারী বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেছেন। মামলার তদন্ত চলছে। এছাড়া আটক ব্যক্তিকে মঙ্গলবার দুপুরেই বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই