সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনার উদ্যোগে কোভিড-১৯ টিকা প্রদানে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সনাক সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিভিল সার্জন অফিস মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, ডা. সোহরাব উদ্দীন উপ-পরিচালক, বরগুনা জেনারেল হাসপাতাল, মৌসুমী বিশ্বাস, কর্মসূচি সমন্বয়কারী টিআইবি, ফিরোজ উদ্দীন, ক্লাস্টার সমন্বয়কারী, টিআইবি, খুলনা। স্বাগত বক্তব্য রাখেন ডা. ধীরেন্দ্র নাথ সর্দার, আহ্বায়ক সনাক স্বাস্থ্য উপ-কমিটি। সঞ্চালনায় ছিলেন মনির হোসেন কামাল।
আলোচনায় অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, সাংবাদিক আবু জাফর সালেহ, চিত্ত রঞ্জন শীল, মুশফিক আরিফসহ সরকারি-বেসরকারি উন্নয়ন সংগঠন ও সামাজিক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই