নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপির পক্ষ থেকে জয়পুরহাট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক শরীফুল ইসলাম জেলা বিএনপির দেয়া স্বারকলিপিটি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন,মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জয়পুরহাট সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব শামস মতিন, জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা খানম রুপালী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম