নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পাঁচটার ঢাকা-সিলেট মহাসড়কের দিকে উপজেলার গাংপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও ৪ জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছে স্থানীয়রা।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেট অভিমুখী এনা পরিবহণ মহাসড়ক ধিরে যাচ্ছিলো। এসময় বাসটি শিবপুরের গাংপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা ঢাকামুখী একটি হাইয়েস মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী মারা যায়। গুরুতর আহত হয় আরও ৪ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে হাইওয়ে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, দূর্ঘটনা কীভাবে ঘটেছে তা পরিস্কারভাবে জানা যায়নি। ইতোমধ্যে বাস ও মাইক্রোবাস দুটোই জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম