মোটরসাইকেল চালকদের মাথায় শতভাগ হেলমেট পরাতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে দিনাজপুরের বিরামপুর পুলিশ। হেলমেট পরা মোটরসাইকেল চালকের লাল গোলাপ দিয়ে স্বাগত জানানো হচ্ছে।
সম্প্রতি দিনাজপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে বেশকিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের বেশিরভাগেরই মাথায় হেলমেট পরিহিত ছিলো না বলে জানা যায়। এ কারণে হেলমেট পরতে উৎসাহিত করতেই পুলিশের এ উদ্যোগ।
মঙ্গলবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলার বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে সড়কে তল্লাশি চৌকি বসায় পুলিশ। এতে ১০৫ জন মোটরসাইকেল চালককে তল্লাশির আওতায় আনা হয়। এরমধ্যে ১০ জন চালকের ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। ১১ জন চালক নতুন হেলমেট ক্রয় করেন। তবে চালকদের হাতে লাল গোলাপ উপহার দিয়ে ট্রাফিক আইন না ভাঙার অনুরোধ জানায় পুলিশ।
বিরামপুর পুলিশের তথ্যমতে, সম্প্রতি দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। এরমধ্যে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলের দূুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। এ বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ওই এলাকায় ২০ জন দুর্ঘটনার শিকার হয়েছেন। এদের বেশিরভাগই হেলমেট পরা ছিলো না। আর হেলমেট পরতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয় পুলিশ।
আবু তাহের নামের এক মোটরসাইকেল চালক বলেন, এটি পুলিশের একটি ভালো উদ্যোগ।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, এখন মানুষ অনেকটা হেলমেট ব্যবহারে উদাসীন। বিরামপুরের মানুষকে শতভাগ হেলমেটের আওতায় আনতে হলে শাস্তি দিলেই হবে না। সচেতনতার মাধ্যমে তাদের ট্রাফিক আইন মানাতে হবে। আর সচেতন করতেই এ উদ্যোগের কথা চিন্তা করা হয়।
বিডি প্রতিদিন/এএ