নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোনা জেলা বিএনপির দুটি গ্রুপ পৃথকভাবেই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। দুটি গ্রুপে বিভক্ত হয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার সকালে ও দুপুরে একই দাবিতে এ স্মারকলিপি প্রদান করে।
সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আরিফা জেসমিন নাহিন স্বাক্ষরিত স্বারকলিপিটি এডভোকেট আরিফা জেসমিন নাহিনের নেতৃত্বে প্রদান করেন নেতাকর্মীরা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেনের হাতে স্মারকলিপিটি প্রদান করেন বিএনপি নেতা সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম মারুফ, উপজেলা বিএনপি সাবেক নেতা এডভোকেট রফিকুল ইসলাম জুয়েল, পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আনিসুল হক খান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান চঞ্চল, সাবেক প্রচার সম্পাদক সেলিম আহমেদ খানসহ অন্যরা।
অপরদিকে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে অপর স্মারকলিপিটি প্রদান করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমনের কাছে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দুটি গ্রুপই সংবাদকর্মীদের কাছে স্মারকলিপি ও ছবি পাঠায়।
বিডি প্রতিদিন/হিমেল