রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রেলগেট নামক এলাকায় ট্রেনে কাটা পড়ে জয়দার মন্ডল (৯৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত জয়দার মন্ডল গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীধাম দত্ত পাড়া গ্রামের সৌদা মন্ডলের ছেলে।
মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, পৌনে তিনটার রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী শ্যাটল ট্রেন আসার সময় স্থানীয় গেটম্যান ট্রেন চলাচলের জন্য রাস্তা পারাপার বন্ধ করে দেয়। জয়দার মন্ডল ঝুঁকি নিয়ে রাস্তা পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যান।
রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর