গাজীপুরে বাস চাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হওয়ার গুজবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় তারা একটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ার কলম্বিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন বিরতি শেষে কারখানায় ফিরছিল শ্রমিকরা। দুপুর পৌণে ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ভোগড়ার কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন স্থানীয় পোশাক কারখানার ইলেক্ট্রিশিয়ান মনির হোসেন (২৭)। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহত মনিরকে উদ্ধার করে প্রথমে গাজীফুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।
গাজীপুর মেট্রেপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, দুর্ঘটনায় আহত মনির হোসেন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে ওই কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে এসে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় আশেপাশের আরো কয়েক কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে তারা ইটপাথর ও লাঠিসোটা নিয়ে বিভিন্ন গাড়ির কাঁচ ভাংচুর করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সৌখিন পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয়দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়। শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে এবং তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল চারটার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে মহাসড়কের উপর থেকে সরে গেলে প্রায় পৌণে দুইঘন্টা পর মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
জিএমপির উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, বাসের ধাক্কায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হওয়ার গুজবে শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এসময় তারা একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ