দুই যুগে প্রবেশ করেছে দেশের সর্বাধিক প্রচারিত জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মরহুম পীর হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, র্যালি, ঘোড়ার গাড়ি দিয়ে শুভাযাত্রা, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান।
দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহম্মেদ কাজলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ফরিদ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের জিএম এন্ড হেড অব ডিপার্টমেন্ট (সার্কুলেশন) মো: বিল্লাল হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন ও আ. লতিফ।
আরও বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মালেক, জামাল উদ্দিন, রাতুল মন্ডল, আলামিন। এসময় সাংবাদিক তানজিদ আশরাফ, জোনায়েত আকন্দ, সাইফুল আলম সুমন, সুমন শেখ, রুহুল আমিন, আরিফ মন্ডলসহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। এসময় তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/হিমেল