দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে আবু বকর সিদ্দিককে সভাপতি এবং জিহাদ মন্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, বিদায়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ ২০১৩ সালের ২৪ জানুয়ারি পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বিডি প্রতিদিন/আবু জাফর