সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে খেয়া নৌকা ডুবে নমেছা খাতুন (৪৮ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে যমুনা নদীর চৌহালী উপজেলার উমারপুর পয়েন্টে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। মৃত নমেছা খাতুন ওই এলাকার শাহজাহান মিয়ার স্ত্রীর। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর ইসলাম জানান, ১৫-২০ জন যাত্রী বোঝাই ইঞ্জিন চালিত খেয়া নৌকাটি যমুনা নদীর উমারপুরের কাছে ডুবোচরের সাথে ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এসময় অন্যান্যরা সাতরিয়ে উঠতে পারলেও নমেছা খাতুন ডুবে যায়। সংবাদ পেয়ে থানা ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌছে নিখোঁজ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে কিনা জানা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম