বাগেরহাটের মোরেলগঞ্জে খালে গোসল করতে নেমে ৬ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বারইখালীর মুসুল্লি পাড়া এলাকার সোহাগ হাওলাদারের ছেলে রিফাতের মরদেহ খালের চরে থাকা গাছের সাথে পাওয়া যায়।
এদিন বেলা ২টার দিকে সে প্রতিবেশী বন্ধুদের সাথে ঘর সংলগ্ন খালে গোসল করতে গিয়ে স্রোতে ডুবে যায়। খালে খুঁজতে নেমে বিকেলে তার মরদেহ গাছের সাথে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এএম