ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলজার হোসেন (৬০) আর নেই। তিনি আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা যায়, গোলজার ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে হঠাৎ অসুস্থতা বোধ করে রাস্তায় পড়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মিসকি গ্রামের মৃত হাতেম আলী সরকারের ছেলে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামছুল আলমের মৃত্যুর পর তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে পদায়ন করা হয়েছিল। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার ও বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আবুল বাসার আকন্দসহ অনেকেই শোক জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএ