সিরাজগঞ্জ আদালতের ভিপি-ভেস্টেট প্রোপার্ট-অর্পিত সম্পত্তির নথি রাখার কক্ষের তালা ভেঙে তৃতীয়বার নথি চুরির চেষ্টা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে কক্ষে এ চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। এর আগে ১৯ ও ২০ মার্চ পরপর দুদিন রাতে দুবার কালেক্টরেট ভবনের কক্ষের তালা ভেঙ্গে আলমারিতে রাখা গুরুত্বপূর্ণ প্রায় ৬০০ মামলার নথি চুরি করে নিয়ে গেছে।
ভিপি কৌশলী অ্যাডভোকেট বরাত আলী জানান, সোমবার রাত দেড়টার দিকে কোর্ট মসজিদের ইমাম ফোনের মাধ্যমে বলেন নথি চুরির চেষ্টা হয়েছে। তিনি একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। তাৎক্ষণিক পুলিশ জানানো হলে তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে নথি চুরি করতে না পারলেও নথিগুলো এলোমেলো করে রেখে গেছে। মসজিদের ইমাম দেখে ফেলায় নথি ফেলে চোররা পালিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এর আগে ১৯ ও ২০ মার্চ পর পর দুদিন রাতে সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে কক্ষের তালা ভেঙে কয়েকটি আলমারিতে রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরাতন ডায়েরি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চোরের দল জিপি অ্যাডভোকেট এসএম আব্দুল ওহাব, ভিপি কৌশলী অ্যাড. বরাত আলী ও এজিপি অ্যাডভোকেট আব্দুল আজিজের প্রত্যেকের প্রায় দুই শতাধিক করে ৬০০ মামলার কোর্ট ফাইল চুরি করে নিয়ে গেছে।
জিপি অ্যাডভোকেট এসএম আব্দুল ওহাব জানান, পেশাগত ক্ষতি ও মক্কেলদের ক্ষতি সাধনের জন্যই চুরির ঘটনা ঘটানো হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ভিপি কৌশলী কার্যালয়ে নথি চুরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর