দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাড়ীতে মারা গেলেন বাবুল হোসেন নামে এক যুবক। মৃত বাবুল হোসেন (৩২) বিরামপুর উপজেলার হরিলাখুর এলাকার আব্দুল গফুরের ছেলে।
শনিবার দিবাগত সন্ধায় বিরামপুরের হরিলাখুর এলাকায় নিজ বাড়ীতে বিদ্যুতের লাইন মেরামতের সময় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, বাবুল নিজের বাড়ীতে বিদ্যুতের লাইন মেরামত করছিল। এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মো. শাহারিয়ার পারভেজ হিমেল জানায়, মৃত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যায়।
বিডি প্রতিদিন/এএ