বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ইভটিজিং ও প্রকাশ্যে স্কুল ছাত্রীকে টানা হেঁচড়ার ঘটনায় হাবিবুর রহমান (২৫) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এই দন্ডাদেশ দেন।
পুলিশ জানায়, সকালে বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে হাবিবুর রহমান ওই স্কুলছাত্রীর গতিরোধ করে টানাহেঁচড়া করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাবিবুর রহমানকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, স্কুল ছাত্রীকে হাবিবুর বিভিন্ন সময়ে উত্যক্ত করতো। উক্ত ঘটনায় আটককৃত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম