বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন তলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মো. নুহু হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পাথরঘাটা পৌর শহরের পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত্যু নুহু হাওলাদার পাথরঘাটা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের মৃত আতাহার হাওলাদারের ছেলে।
স্বজন ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী সিদ্দিক ডাক্তারের ৩ তলা বাড়ির বিল্ডিংয়ের ছাদ থেকে পাশের গাছের ডাল কাটতে গিয়ে নিচে পরে যায় নুহু হাওলাদার। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম