বাগেরহাটের মোরেলগঞ্জে গরু, ছাগলের মাংস ও মুরগি ব্যবসার সাথে জড়িত ৬ জনকে ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- শফিকুল ইসলাম ৩হাজার, মো. হারুন শেখ ৫ হাজর, হালিম শেখ ৫ হাজার, টিটু মৃধা ৩ হাজর, রিপন কাজী ৩ হাজার ও শাওন খান ২ হাজার টাকা।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান পুলিশের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচকলনা করেন।
বিডি প্রতিদিন/এএম