বাগেরহাটের মোরেলগঞ্জে জাল টাকাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন- কালিকাবাড়ি গ্রামের বেল্লাল খানের ছেলে সজিব খান (২৫), আলম শেখের ছেলে মামুন শেখ (২৩) ও পাতাবাড়িয়া গ্রামের সামছু হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (৩০)।
রবিবার বিকেল ৩ টার দিকে কালিকাবাড়ি বাজার এলাকা থেকে পুলিশ এদেরকে টাকাসহ গ্রেফতার করে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঈদের বাজারকে কেন্দ্র করে একটি চক্র জাল টাকা হাতবদল করে সাধারণ জনগণকে প্রতারিত করছে এমন সংবাদের ভিত্তিতে কালিকাবাড়ি বাজারে এসআই লতিফের নেতৃত্ব পুলিশ সদস্যরা নজরদারি করে। এসময় ওই তিন যুবক একটি দোকানে এক হাজার টাকার একটি নোট দিয়ে পণ্য কিনতে চাইলে দোকানির সন্দেহ হয়। পুলিশ সদস্যরা তাদেরকে ধরে ফেলে। পরে তাদের নিকট থেকে আরও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এএম