স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে স্বাস্থ্য সহকারীদের চলমান আন্দোলন এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের মাধ্যমে আগামী ১২ অক্টোরর থেকে অনুষ্ঠিতব্য বিনামূল্যে টাইফয়েডের টিকা কর্মসূচি যথারীতি বাস্তবায়ন হবে। জানা যায়, গত জুন থেকে ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়ায় ১ অক্টোবর থেকে ইপিআই ও টিসিভি রিপোর্ট তৈরি ও প্রদান বন্ধ করে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি শুরু করে। ফলে গত ছয় দিন বন্ধ ছিল তৃণমূলের সব স্বাস্থ্যসেবা। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের বৈঠক হয়। সেখানে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়।
বৈঠকে স্বাস্থ্য সহকারীদের দাবি আগামী এক মাসের মধ্যে পূরণের আশ্বাস দিলে তারা কর্মবিরতি স্থগিত করেন। দেশে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক- তিন পদে মিলে প্রায় ২৬ হাজার কর্মরত আছেন।