সপ্তাহের তৃতীয় দিনে শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। আগের দিন পতনের ধারাবাহিকতায় গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। কমেছে সবকটি মূল্যসূচক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। ফলে সিএসইতেও
মূল্যসূচকের বড় পতন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম কমেছে ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে দাম বেড়েছে ৮৫টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭৮৭ কোটি ৪৮ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৩৬ কোটি ৮১ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৫০ কোটি ৬৭ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল সিভিও পেট্রো কেমিক্যালের শেয়ার। ১৯১ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ২০১ টাকা ৮০ পয়সায় কোম্পানিটির ২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকার। ২৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।