রাজবাড়ীতে জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় পুলিশ লাইন্স ড্রিলসেডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা প্রশাসন আবু কায়সার খান, জেলা ও দায়রা জর্জ (ভারপ্রাপ্ত) জান্নাতুন নিলিফা অকতার জা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর রাজবাড়ীর উপ পরিচালক মো. শরিফুল ইসলাম সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের অনান্য সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মোবারক হোসেন দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এএ