সদ্য ঘোষিত ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ঘোষিত কমিটির একাংশের নেতারা। রবিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ আল্টিমেটাম ঘোষনা করেন আহবায়ক কমিটির ২নং যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। ফরিদপুর তৃণমূল বিএনপির ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য ঘোষিত কমিটির ১নং যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ।
লিখিত বক্তব্যে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, বর্তমান ঘোষিত কমিটি অযোগ্য ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে। বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। এজন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা করা হলো। এরমধ্যে কমিটি বাতিল করা না হলে কমিটিতে থাকা নেতারা গনপদত্যাগ করবেন। অনেকেই পদত্যাগেও সাক্ষর করে দিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে ঘোষনা করা হয়, ঘোষিত কমিটি কোন সভা-সমাবেশ করলে তা প্রতিহত করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফর হোসেন বিশ্বাস, শহিদ পারভেজ, আলী আশরাফ নাননু, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা, এবি সিদ্দিকী মিতুল, এমটি আক্তার টুটুল, আরিফুজ্জামান অপু, এমদাদুল হক এমদাদ, কাইয়ুম মিয়া। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ করেন। কমিটি গঠনের বিষয়ে কৃষক দলের কেন্দ্রীয় এক নেতাকে দায়ী করে বক্তারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত শুক্রবার দলীয় প্যাডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত এক চিঠিতে ফরিদপুর জেলা বিএনপির ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন। একই সাথে ফরিদপুর মহানগর বিএনপির ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিরও অনুমোদন দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ