কুড়িগ্রামের উলিপুরে বালু বোঝাই একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম তাজুল ইসলাম (৩৫)। এ সময় আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। রবিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় কুড়িগ্রাম-উলিপুর-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের বড়চর এলাকার মৃত জাফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার দুপুর আড়াইটার দিকে ব্যাটারিচালিত একটি অটোরিকসা কুড়িগ্রাম থেকে চিলমারী যাওয়ার পথে উলিপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকসায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করে। আহত যাত্রীদের মধ্যে আব্দুল জলিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেলে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম