টাঙ্গাইলের দেলদুয়ারের এলাসিন ব্রিজের নিচ থেকে হাবিবুর রহমান (৫৯) নামে এক সরকারি কর্মচারীর লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ। তিনি মির্জাপুর পিআইও অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার চাকরির মেয়াদ আর এক মাস ছিল। তিনি দীর্ঘদিন দেলদুয়ার পি আই ও অফিসেও চাকরি করেছেন। তার গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার গাজুটিয়া গ্রামে।
বিভিন্ন সূত্রে জানা যায়, একাধিক বিয়ের কারণে তিনি চরম পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, নিহতের লাশ উপুর হয়ে পড়ে ছিল। রবিবার দিনের বেলায় কোন এক সময়ে তার মৃত্যু হয়েছে। তার পকেটে সিলকরা বিষের বোতল পাওয়া গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল