শহর সমাজসেবা বগুড়ার বাস্তবায়নে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় কর্মসংস্থান সহায়ক বিপনি বিতান ভিক্ষুকদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
রবিবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বগুড়া সদর উপজেলার ৫ জন ভিক্ষুকের মাঝে কর্মসংস্থান সহায়ক বিপনি বিতান (মুদির দোকান) হস্তান্তর করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাইদ মোহাম্মাদ কাউছার, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
বিডি প্রতিদিন/এএম